প্রকাশ: ৩ ডিসেম্বর ২০২৫, ২১:২১

ঢাকায় নির্বাচন করা সহজ না ? আমার লগে আমার পার্টির অনেকের সাথে ঝামেলা চলতেছে আমি কেনো ঢাকায় দাড়াইতাছিনা। হোনেন কাকু, আমি ১০ টা যদি ভোট পাই তাও দেবীদ্বার ছাইড়া যাওইননা পুলালাপাইননা। নির্বাচনে হারার পরের দিনও আবার দেবীদ্বার আসব। এটা আমার মা'বাবা।
