
প্রকাশ: ২ ডিসেম্বর ২০২৫, ১৬:৪৮

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে আট ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করে বন বিভাগ। মঙ্গলবার দুপুরে উপজেলার কামাত আঙ্গারিয়া গ্রামের ভাসানী পাড়া এলাকায় একটি জারুল গাছের মগডালে স্থানীয় বাসিন্দারা সাপটি দেখতে পায়। খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তা ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয় সাপুড়ে মোজাহার ও গ্রামের বাসিন্দা আসর উদ্দিনের সহায়তায় সাপটি নিরাপদে নিচে নামানো হয় এবং বস্তাবন্দী করে নিয়ে যায় বন বিভাগ।
