প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৫, ১২:৬

দেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শীতের তীব্রতা বেড়েই চলেছে। আজ সোমবার সকাল ৯টায় এখানকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮২ শতাংশ। গত কয়েক দিন ধরেই এলাকাটিতে তাপমাত্রা ১২ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। গতকাল রবিবারও তেঁতুলিয়ার তাপমাত্রা ১২ ডিগ্রি ঘরে ছিল বলে আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে।
