
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৫, ১২:০

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হল ও আল বেরুনী হলকে ২০২৩ সালে অতি ঝুঁকিপূর্ণ ঘোষণা করে তিন মাসের মধ্যে ভেঙে ফেলার সুপারিশ করেছিল। কিন্তু দীর্ঘ আড়াই বছর পার হলেও ভবন দু’টি এখনো বহাল তবিয়তে রয়েছে এবং সেখানে শিক্ষার্থীরাও বসবাস করছেন। শুধু এই দুটি নয়—রাজধানীর আরও ৪২টি ভবনকে ভাঙার সুপারিশ ও ১৮৭টি ভবনকে ভূমিকম্প প্রতিরোধী রেট্রোফিটিং তালিকায় রাখার পরও রাজউক কোনো বাস্তব পদক্ষেপ নেয়নি।
