গাছে পেরেক ঠুকে নির্বাচন প্রচারণা বন্ধের আবেদন জানাচ্ছে কুড়িগ্রাম জেলার পরিবেশ বিষয়ক স্বেচ্ছাসেবী সংগঠন অরণ্য।
অরণ্যের উপদেষ্টা নূর আমিন বলেন, আমরা প্লে কার্ডের মাধ্যমে " গাছে পেরেক ঠুকে নির্বাচনী প্রচারণা বন্ধের আহবান জানাচ্ছি।" তিনি আরো জানান, উলিপুর বাসীর পক্ষ থেকে সারা বাংলাদেশে জানিয়ে দিতে চাই, নির্বাচনী কার্যক্রম, নির্বাচনী ফেস্টুন, ব্যানার গাছে পেরেক ঠুকে না করতে।গাছে পেরেক মারলে গাছের বর্ধন কমে যায়, গাছ ক্ষতিগ্রস্ত হয়। পরিবেশের ক্ষতি হয়। উলিপুরের সকল প্রার্থীসহ সারা দেশের প্রার্থীদের প্রতি তিনি এ আহবান জানান।
অরণ্যের সভাপতি আব্দুস সোবহান জুয়েল জানান, অরণ্য ২০১৬ সাল থেকে কুড়িগ্রামে গাছ নিয়ে কাজ করছে। সংগঠনটি ইতোমধ্যে জেলায় ১৫ বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে পরিবেশ উন্নয়নে কাজ করছে। তিনিও অরণ্যের পক্ষ থেকে নির্বাচনী প্রচারণায় গাছে পেরেক ঠুকে নির্বাচনী প্রচারণা বন্ধের আহবান জানান।