প্রকাশ: ২০ নভেম্বর ২০২৫, ১৯:২২

নোয়াখালীর হাতিয়া উপজেলায় অবৈধভাবে পরিচালিত একটি ডায়াগনস্টিক সেন্টারে ভুল চিকিৎসায় চার বছরের এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। বুধবার (১৯ নভেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার চানন্দী ইউনিয়নের টাংকি রাস্তার মাথায় অবস্থিত ‘নিরাপদ মেডিকেল সার্ভিস সেন্টারে’ এ ঘটনা ঘটে। নিহত শিশুর নাম আবু সায়েদ (৪), থানাারহাট এলাকার আমজাদ হোসেনের ছেলে।
