প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৫, ১৬:১৫

টেকনাফ সীমান্ত দিয়ে বড় আকারের ইয়াবা পাচারের আরেকটি প্রচেষ্টা নস্যাৎ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার গভীর রাতে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা বিশেষ অভিযানে ১ লাখ ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে। এই অভিযানকে সাম্প্রতিক সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ মাদকবিরোধী সাফল্য বলে উল্লেখ করেছেন ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান।
