প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৫, ১৮:৪৪

আফ্রিকার পূর্বাঞ্চলীয় দেশ কেনিয়ার উপকূলীয় এলাকা দিয়ানি থেকে উড্ডয়ন করা একটি যাত্রীবাহী ছোট বিমান ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) স্থানীয় সময় ভোর সাড়ে ৫টার দিকে মাসাই মারা ন্যাশনাল পার্কের কিচওয়া টেম্বো বিমানবন্দরের পথে থাকা অবস্থায় বিমানটি বিধ্বস্ত হয়। কেনিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (কেসিএএ) নিশ্চিত করেছে, বিমানে থাকা ১২ আরোহীর সবাই নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
