পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে শমসের সাহা সিএনজি থেকে নেমে হেঁটে বাড়ির পথে যাচ্ছিলেন। ওই সময় চৌমুহনী চৌরাস্তা থেকে আসা দ্রুতগামী একটি মোটরসাইকেল বজরা আফানিয়া এলাকায় তাকে সজোরে ধাক্কা দেয়। এতে পথচারী শমসের ও মোটরসাইকেল চালক মামুন গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
রোববার সকালে বিষয়টি নিশ্চিত করেন চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন ভূঁইয়া। তিনি বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এখনো কোনো পক্ষ থেকে অভিযোগ পাওয়া যায়নি।”
এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা মহাসড়কে অতিরিক্ত গতিসম্পন্ন যানবাহনের বিরুদ্ধে প্রশাসনের কঠোর নজরদারির দাবি জানিয়েছেন।