সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মা নদীতে মা ইলিশ ধরার অপরাধে রাজবাড়ীতে ১৮ জেলেকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। তাদের প্রত্যেককে ১৫ দিনের করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
একই সঙ্গে অভিযানে ১ লাখ ৭৭ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও ২৭ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়েছে। এ ছাড়া ২ হাজার টাকা জরিমানাও আদায় করা হয়।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেল ৩টার দিকে জেলা মৎস্য কর্মকর্তা মাহাবুব উল হক গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বুধবার (৮ অক্টোবর) বিকেল ৩টা থেকে বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেল ৩টা পর্যন্ত রাজবাড়ী, গোয়ালন্দ ও কালুখালী উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। জেলা প্রশাসন, মৎস্য দপ্তর, কোস্টগার্ড ও নৌ পুলিশ যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।
অভিযানে ৯টি স্পটে অভিযান চালিয়ে তিনটি মোবাইল কোর্ট বসানো হয় এবং ১৮টি মামলা করা হয়।
জেলা মৎস্য কর্মকর্তা বলেন, “মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিতে অভিযান অব্যাহত থাকবে। কেউ নিষেধাজ্ঞা অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
জব্দ করা ১ লাখ ৭৭ হাজার মিটার কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে এবং ২৭ কেজি ইলিশ স্থানীয় একটি মাদ্রাসায় বিতরণ করা হয়।