
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ২৩:৪৯

কোনো ট্যাগ পাওয়া যায়নি
রাজবাড়ীর গোয়ালন্দে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে দিন-রাত পরিশ্রম করে যাচ্ছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নাহিদুর রহমান।
শারদীয় দুর্গাপূজা শুরু হচ্ছে রবিবার। এ উপলক্ষে প্রতিমা সাজসজ্জায় ব্যস্ত সময় কাটাচ্ছেন কারিগররা। রাত জেগে রংতুলি দিয়ে প্রতিমায় শেষ মুহূর্তের ছোঁয়া দিচ্ছেন তারা।
এদিকে পূজা নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে শুক্রবার গভীর রাতে গোয়ালন্দ উপজেলার প্রত্যন্ত সীমান্তবর্তী এলাকার বিভিন্ন পূজা মন্ডপ ঘুরে দেখেন ইউএনও।
তিনি মন্ডপ পরিদর্শনের সময় নিরাপত্তায় নিয়োজিত পুলিশ ও আনসার সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের বিভিন্ন দিকনির্দেশনা দেন। একইসঙ্গে পূজা উদযাপন কমিটির সদস্যদের কাছ থেকে সমস্যার কথা শুনে তাৎক্ষণিক সমাধানের উদ্যোগ নেন।
ইউএনও নাহিদুর রহমান জানান, গোয়ালন্দ উপজেলায় এবার ২৫টি পূজা মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। প্রতিটি মন্ডপে নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রশাসন সার্বিকভাবে কাজ করছে যাতে পূজায় কোনো ধরনের বিঘ্ন না ঘটে।

তিনি বলেন, সরকারের লক্ষ্য হলো সাধারণ মানুষকে আর প্রশাসনের কাছে যেতে হবে না, বরং প্রশাসন মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেবে। সেই লক্ষ্যেই মাঠপর্যায়ে কাজ করছে উপজেলা প্রশাসন।
স্থানীয় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ইউএনওর এ ধরনের সরেজমিন পরিদর্শনকে ইতিবাচক হিসেবে দেখছেন। তারা আশা প্রকাশ করেছেন, প্রশাসনের এ উদ্যোগের ফলে দুর্গাপূজা আরও আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে।
মন্ডপে উপস্থিত সাধারণ ভক্ত ও স্থানীয়রা ইউএনওর উপস্থিতিতে আশ্বস্ত হন। তারা মনে করেন, প্রশাসনের এমন উদ্যোগ সত্যিই উৎসবকে নিরাপদ ও সফল করবে।