আগামী জাতীয় সংসদ নির্বাচনকে বাংলাদেশ পুলিশের জন্য বড় একটি চ্যালেঞ্জ হিসেবে আখ্যা দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।
সোমবার (২৭ অক্টোবর) দুপুরে পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইডে অনুষ্ঠিত বিশেষ অপরাধ পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
আইজিপি বলেন, "আসন্ন নির্বাচন আমাদের জন্য একটি বড় পরীক্ষা। অতীতে নির্বাচনকে কেন্দ্র করে পুলিশের ভাবমূর্তি নিয়ে জনমনে কিছু নেতিবাচক ধারণা তৈরি হয়েছিল। এবার সেই ভাবমূর্তি পাল্টে জনগণের আস্থা অর্জনের একটি সুযোগ এসেছে।"
তিনি আরও জানান, নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা রয়েছে এবং সকল সদস্যকে নিরপেক্ষতা, সততা ও পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালন করতে হবে। জনগণের আস্থা অর্জনের মাধ্যমে একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনই হবে পুলিশের মূল লক্ষ্য।
সভায় ডিএমপি কমিশনার, র্যাব মহাপরিচালক, এসবি প্রধানসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জেলা পর্যায়ের পুলিশ সুপাররা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় যুক্ত হন।
আইজিপি বাহারুল আলম মাঠপর্যায়ের কর্মকর্তাদের উদ্দেশে বলেন, “কোনো ধরনের হয়রানি ছাড়া পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট দ্রুত ও স্বচ্ছভাবে প্রদান করতে হবে।”
তিনি গুম কমিশনের অভিযোগ ও বৈষম্যবিরোধী আন্দোলন থেকে উদ্ভূত মামলাগুলো দ্রুত নিষ্পত্তিরও নির্দেশ দেন।