চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার সঙ্গে জড়িত অভিযুক্তরা যেন কোনোভাবেই দেশত্যাগ করতে না পারে— সে লক্ষ্যে সীমান্তবর্তী দিনাজপুরের হিলি স্থলবন্দরে কড়া নজরদারি ও সতর্কতা জারি করেছে ইমিগ্রেশন পুলিশ।
সোমবার (২৭ অক্টোবর) সরেজমিনে দেখা যায়, হিলি ইমিগ্রেশন চেকপোস্টে প্রবেশ ও প্রস্থানকারী প্রতিটি যাত্রীকে সতর্কতার সঙ্গে যাচাই-বাছাই করছে কর্তৃপক্ষ। ইমিগ্রেশন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এই বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে।
হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল ইসলাম জানান, “সালমান শাহ হত্যা মামলার সঙ্গে জড়িত কেউ যাতে এই পথ ব্যবহার করে ভারত পালিয়ে যেতে না পারে, সেজন্য ছবি ও নামের মিলিয়ে যাচাই চলছে। সন্দেহজনক কাউকে পেলে সঙ্গে সঙ্গে আটক করা হবে।”
সূত্রে জানা যায়, সীমান্তে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। ভারতগামী ও বাংলাদেশগামী সব যাত্রীর পাসপোর্ট, ভিসা, এমনকি মুখাবয়বও যাচাই করা হচ্ছে।
জনপ্রিয় এই নায়কের মৃত্যু ১৯৯৬ সালে হলেও মামলাটি এখনও আলোচিত। নতুন তদন্ত ও তথ্য উদঘাটনের প্রেক্ষিতে আইনশৃঙ্খলা বাহিনী দেশের সব স্থলবন্দর ও ইমিগ্রেশনে সতর্কতা জারি করেছে।