ফেসবুক নতুন একটি এআই ফিচার চালু করেছে যা ব্যবহারকারীর মোবাইল গ্যালারির ছবি বিশ্লেষণ করে পোস্ট বা সম্পাদনার সাজেশন দেবে। প্রথমভাবে এই ফিচার যুক্তরাষ্ট্র ও কানাডার ব্যবহারকারীদের জন্য উপলব্ধ করা হয়েছে।
নতুন ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের সম্মতি দিলে ফেসবুক অ্যাপ তাদের ফোন থেকে ছবি মেটার ক্লাউড সার্ভারে পাঠাবে। সেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা ছবিগুলো বিশ্লেষণ করে কোলাজ, জন্মদিনের থিম, পুনরালোচনা বা নকশা পরিবর্তনের মতো সৃজনশীল পরামর্শ প্রেরণ করবে।
মেটা জানিয়েছে, এই প্রক্রিয়ায় ছবিগুলো বিজ্ঞাপন বা লক্ষ্যভিত্তিক প্রচারের জন্য ব্যবহার করা হবে না। তবে ব্যবহারকারী ছবিটি সম্পাদনা বা শেয়ার করলে সেই তথ্য এআই সিস্টেম উন্নয়নে ব্যবহার করা হতে পারে।
এছাড়া, ব্যবহারকারীর সম্মতি থাকলে তাদের ছবিতে থাকা মুখ, মানুষ, বস্তু ও সময়–তারিখ বিশ্লেষণ করা হবে। এ তথ্যের ভিত্তিতে মেটা স্বয়ংক্রিয়ভাবে ছবির বিষয়বস্তু সংক্ষেপ, পরিবর্তন বা নতুন ছবি তৈরি করতে পারবে।
প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, এতে মেটার হাতে ব্যবহারকারীর রুচি-পছন্দ ও জীবনধারার বিশাল তথ্যভান্ডার তৈরি হবে, যা এআই প্রতিযোগিতায় তাদের আরও এগিয়ে রাখবে।
এর আগে মেটা জানিয়েছিল, ফেসবুক ও ইনস্টাগ্রামে প্রকাশিত পাবলিক পোস্ট, মন্তব্য ও ছবি তারা এআই প্রশিক্ষণে ব্যবহার করছে। ইউরোপীয় ইউনিয়নের ব্যবহারকারীরা ২০২৫ সালের ২৭ মে পর্যন্ত এই প্রক্রিয়া থেকে নাম প্রত্যাহারের সুযোগ পেয়েছিলেন।