
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৫৩

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের তেলিবিল উচ্চ বিদ্যালয় সরকারি মাঠ দখলের কারণে সংকুচিত হয়ে আসছে। স্থানীয়রা দীর্ঘদিন ধরে মাঠের উত্তর ও দক্ষিণ অংশে বসতবাড়ি এবং অন্যান্য স্থাপনা নির্মাণ করছেন। একসময়ের বিশালাকৃতির এই মাঠ বর্তমানে খেলাধুলার জন্য অপর্যাপ্ত হয়ে গেছে।
সরেজমিনে দেখা যায়, তেলিবিল সঞ্জরপুর চাতলাপুর স্থলবন্দর সড়কের পাশের সরকারি মাঠটির জায়গা খাস হলেও স্কুলের মাঠ নামে পরিচিত। মাঠের উত্তর ও দক্ষিণ অংশে স্থানীয়রা ঘর নির্মাণ করেছেন এবং বেড়া দিয়ে রেখেছেন। এতে করে প্রতিদিন বিকেলে খেলার জন্য আসা শিশু-কিশোরদের খেলাধুলার সুযোগ সীমিত হচ্ছে।
স্থানীয়রা জানান, মাঠটি আগে অনেক বড় ছিলো, কিন্তু ধীরে ধীরে প্রভাবশালী ব্যক্তিরা আশেপাশের ভূমি দখল করে আসছেন। পূর্বে কেউ কেউ সরকারি মাঠে বসতবাড়ি নির্মাণ করেছেন এবং নতুন করে অনেকেই দখল করে ঘর বানিয়েছেন। এভাবে চারপাশের সরকারি ভূমি ক্রমেই দখল হচ্ছে।
স্থানীয় অভিভাবকরা জানান, খেলার সময় বল মাঠের বাইরে গেলে দখলকারীরা তর্কাতর্কি করেন। এতে শিশুদের খেলাধুলা বাধাপ্রাপ্ত হচ্ছে। তারা দাবি করেন, সরকারি ভূমি দখলমুক্ত করা না হলে এলাকার বাচ্চাদের জন্য খেলাধুলার সুযোগ সংকুচিত হয়ে যাবে।
মাঠ দখলকারীদের মধ্যে আব্দুল খালেক, আব্দু মিয়া, জমির আলী, আমির আলী, জুনাব আলী, মজিদ মিয়া, মাসুদ মিয়া সহ আরও কয়েকজন রয়েছেন। তারা মূলত মাঠের বাইরে ঘর নির্মাণ করেছেন বলে জানা গেছে।

তেলিবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. লুৎফুর রহমান বলেন, এলাকায় আর কোনো খেলার মাঠ নেই, একমাত্র এই মাঠ দখল হয়ে যাচ্ছে। প্রশাসনের মাধ্যমে সরকারি ভূমি উদ্ধারের প্রয়োজন রয়েছে।
পরিবেশকর্মী নূরুল মোহাইমীন মিল্টন বলেন, দখলকৃত মাঠে বাচ্চাদের খেলাধুলার সুযোগ সীমিত হচ্ছে এবং দীর্ঘমেয়াদে এলাকায় খেলাধুলার পরিবেশ নষ্ট হবে। প্রশাসনের হস্তক্ষেপ জরুরি।
শরীফপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিপা রানী দাস এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আনিসুল ইসলাম জানান, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিনও নিশ্চিত করেছেন, দখলকৃত মাঠ উদ্ধারে অভিযান পরিচালিত হবে।