প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ২১:৩৪

কোনো ট্যাগ পাওয়া যায়নি
কুমিল্লার দেবীদ্বারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সংঘটিত হত্যা ও হত্যাচেষ্টা মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতাকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাদের কোর্ট হাজতে প্রেরণ করা হয়।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার উজানীকান্দি বাজারের নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে ইউপি আওয়ামী লীগ নেতা মো. সাইফুল ইসলাম ব্যাপারীকে গ্রেপ্তার করা হয়। একই রাতে গঙ্গানগর নিজ বাড়ি থেকে যুবলীগ নেতা মো. মাসুদ রানাকেও আটক করা হয়।
আটক সাইফুল ইসলাম ব্যাপারী (৪৩) গুনাইঘর দক্ষিণ ইউনিয়নের উজানীকান্দি গ্রামের নুরু ব্যাপারীর পুত্র। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং সাব্বির হত্যা মামলার এজাহারভুক্ত ৬৪ নম্বর আসামি।
অন্যদিকে, যুবলীগ নেতা মাসুদ রানা (৩৮) জাফরগঞ্জ ইউনিয়নের গঙ্গানগর গ্রামের মৃত খোরশেদ আলমের ছেলে। তিনি স্থানীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং বৈষম্যবিরোধী আন্দোলনে আহত শিক্ষার্থী আবুবকর হত্যা চেষ্টা মামলার আসামি।
উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের পর দেবীদ্বার থানা ঘেরাও কর্মসূচির সময় পুলিশের গুলিতে শিক্ষার্থী আমিনুল ইসলাম সাব্বির (১৭) মাথায় গুলিবিদ্ধ হন। দীর্ঘ চিকিৎসার পর ১৩ আগস্ট বাসায় ফেরেন তিনি, তবে পরদিন সকালেই মৃত্যুবরণ করেন।

এছাড়া গত বছরের ৪ আগস্ট একই আন্দোলনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের হামলায় গুরুতর আহত হন শিক্ষার্থী মো. আবুবকর। তাকে দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে অচেতন অবস্থায় ফেলে রাখা হয়েছিল।
সাব্বির ছিলেন পৌর এলাকার বাসিন্দা ও মৃত আলমগীর হোসেনের ছেলে। আর আহত আবুবকর শাকতলা গ্রামের আবুল খায়েরের পুত্র। তাদের ওপর নৃশংস হামলার ঘটনায় এলাকাজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল।
দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ জানান, গোপন সংবাদের ভিত্তিতে আলাদা অভিযানে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে শুক্রবার দুপুরে আদালতে হাজির করে কোর্ট হাজতে পাঠানো হয়।