প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১৮:২

কোনো ট্যাগ পাওয়া যায়নি
দিনাজপুরের হাকিমপুর হিলি উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ঘোষিত ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল তিনটায় হিলি স্থলবন্দরের চারমাথা মোড়ে হাকিমপুর উপজেলা জামায়াতের আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন হাকিমপুর উপজেলা জামায়াতের আমীর মোঃ আমিনুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা জামায়াতের সেক্রেটারি মুহাদ্দিস ডক্টর এনামুল হক। তিনি আন্দোলনের গুরুত্ব তুলে ধরে বলেন, জনগণের ন্যায্য অধিকার আদায়ে এই দাবি সমূহ বাস্তবায়ন করা জরুরি।
এছাড়া বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহ-সেক্রেটারি মোঃ সাইদুল ইসলাম সৈকত, হাকিমপুর পৌর জামায়াতের আমীর মোঃ সাইফুল ইসলাম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ সবিরুল ইসলাম, পৌর নির্বাচনে মেয়র প্রার্থী মোঃ মীর শহীদ, জেলা ছাত্রশিবিরের সভাপতি এবং খট্রামাধবপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ ওবায়দুল ইসলাম।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ জাহিদুল ইসলাম। সমাবেশে উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের জামায়াত এবং সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশের ফ্যাসিষ্ট সরকারকে অপসারণ সম্ভব হয়েছে। এখন প্রয়োজন শহীদদের আইনি ভিত্তি নিশ্চিত করা এবং জুলাই সনদ বাস্তবায়ন করা। একই সঙ্গে ফ্যাসিষ্ট আওয়ামী লীগের সহযোগী জাতীয় পার্টির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার দাবি জানান তারা।

নেতারা আরও বলেন, বিচারের নামে জামায়াতের কেন্দ্রীয় নেতাদের হত্যা করা হয়েছে, তার সুষ্ঠু বিচার করতে হবে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন পি আর পদ্ধতিতে অনুষ্ঠিত করতে হবে। এভাবে জনগণের মতামত যথাযথভাবে প্রতিফলিত হবে বলে তারা উল্লেখ করেন।
সমাবেশে পাঁচ দফা দাবি আদায়ে ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন বক্তারা। তারা বলেন, এই দাবিগুলো বাস্তবায়ন না হলে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।
সমাবেশ শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয় যা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চারমাথা মোড়ে এসে শেষ হয়। উপস্থিত নেতাকর্মীদের অংশগ্রহণে পুরো এলাকা স্লোগানে মুখরিত হয়ে ওঠে এবং আন্দোলনের প্রতি ঐক্যবদ্ধ অবস্থানের দৃঢ় বার্তা দেয়।