নোয়াখালীর বেগমগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে প্রশিক্ষণ প্রাইভেট কার পুকুরে পড়ে এক তরুণের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত তরুণের নাম রাজিব হোসেন (২০)। তিনি উপজেলার জিরতলী ইউনিয়নের মুজাহিদপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে চৌমুহনী-টু-মাইজদী সড়কের কাজী নগর গ্রামের সর্দার বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। এলাকাবাসী জানান, কাজী নগর গ্রামের ইব্রাহীম সম্প্রতি একটি প্রশিক্ষণ গাড়ি কিনে স্থানীয় কিছু যুবককে গাড়ি চালানো শিখিয়ে আসছিলেন। সেই গাড়ির সহকারী (হেলপার) হিসেবে কাজ করতেন রাজিব।
ঘটনার দিন সকালে রাজিব গাড়িটি ধোয়া-মোছার কাজ শেষ করে একাই চালিয়ে বের হন। তবে কিছুক্ষণ পরেই নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তার পাশে থাকা পুকুরে পড়ে যায়। ঘটনাস্থলেই গাড়িটি পানির নিচে ডুবে যায় এবং রাজিব আটকা পড়েন।
পরে স্থানীয়রা অনেক চেষ্টার পর সকাল সাড়ে ১০টার দিকে গাড়ি থেকে রাজিবকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তিনি আরও জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রাজিবের আকস্মিক মৃত্যুর ঘটনায় তার পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তরুণ বয়সে প্রাণ হারানোয় পরিবার ও প্রতিবেশীরা হতভম্ব হয়ে পড়েছেন। স্থানীয়রা জানিয়েছেন, যথাযথ প্রশিক্ষণ এবং অভিজ্ঞ চালকের তত্ত্বাবধান ছাড়া গাড়ি চালনা বিপজ্জনক হতে পারে—রাজিবের মৃত্যু তারই প্রমাণ।
এ দুর্ঘটনা আবারও মনে করিয়ে দিল সড়কে নিরাপত্তা ও যথাযথ প্রশিক্ষণের গুরুত্ব কতটা অপরিহার্য।