নোয়াখালীর সদর উপজেলার মাইজদীতে একটি ওষুধের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ১টার দিকে হাসপাতাল রোডের নিউ এশিয়া ফার্মেসির চালের টিন কেটে দোকানে প্রবেশ করে চোরচক্র।
ফার্মেসির মালিক মোর্শেদ আলম জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে তিনি দোকান বন্ধ করে বাসায় চলে যান। পরদিন সকালে কর্মচারীরা দোকান খুলে ভেতরে ঢুকে দেখে চালের টিন কাটা ও ড্রয়ার ভাঙা। এসময় দোকান থেকে নগদ ৪ লাখ ৫০ হাজার টাকা এবং প্রায় ৮ লাখ টাকার ওষুধ ও মালামাল চুরি হয়ে যায়।
তিনি অভিযোগ করেন, চোরেরা দোকানের সিসি ক্যামেরার অবস্থান পরিবর্তন করে এলোমেলো করে দেয়। তবে একটি ফুটেজে দেখা গেছে, মুখে গামছা পেঁচানো এক ব্যক্তি দোকানে প্রবেশ করছে।
এ ঘটনায় দোকান মালিক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিক তদন্ত শুরু হয়েছে এবং চোরচক্রকে শনাক্ত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, হাসপাতাল রোড এলাকায় কয়েক মাস ধরে ছোটখাটো চুরির ঘটনা ঘটছে। কিন্তু এবার ওষুধ ও নগদ অর্থসহ বড় ধরনের চুরির ঘটনায় ব্যবসায়ীরা আতঙ্কিত হয়ে পড়েছেন।