প্রকাশ: ৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫২
রাজবাড়ীর কালুখালীতে রবিবার রাত সাড়ে ১০টার দিকে দুইটি মোটরসাইকেল দুর্ঘটনায় দুইজন নিহত এবং একজন গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনাস্থল হলো রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের বাংলাদেশ হাট এলাকা। আহত শিক্ষার্থীকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে।
নিহতরা হলেন রাজবাড়ীর কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের ঘিকমলা এলাকার মো: বক্কারের ছেলে আরিফ ওরফে কাজল (২২) এবং পাংশা পৌরসভার পালপাড়া এলাকার অসিত বিশ্বাসের ছেলে স্বাধীন বিশ্বাস (১৭)। গুরুতর আহত অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন পাংশা পৌরসভার পালপাড়া এলাকার মৃত মজিবর রহমানের ছেলে শাওন (২১)। অন্যদিকে পালপাড়ার জয়পদেবের ছেলে দীপ (২১) অক্ষত অবস্থায় বাড়ি ফিরে গেছেন।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, সন্ধ্যার পরে চার বন্ধু দুটি মোটরসাইকেল নিয়ে রেসিং করছিলেন। তারা পাংশা থেকে রাজবাড়ী এবং রাজবাড়ী থেকে পাংশা যাচ্ছিলেন। কালুখালীর দিক থেকে ফেরার পথে বাংলাদেশ হাট নামক এলাকায় দুই মোটরসাইকেলের সংঘর্ষ ঘটে। সংঘর্ষের ফলে তারা সড়কে ছিটকে পরে এবং অজ্ঞাত দ্রুতগামী গাড়ির চাপায় দুইজন নিহত হন। আহতকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: হেলাল উদ্দিন জানান, দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিক ধারণা, মোটরসাইকেলগুলো দ্রুতগতিতে চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারানোই দুর্ঘটনার মূল কারণ। অজ্ঞাত দ্রুতগামী গাড়ি তাদের চাপা দিয়ে চলে যাওয়ায় পরিস্থিতি আরও মারাত্মক হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়ার পরে মরদেহ পরিবারে হস্তান্তর করা হবে।
এর আগে রবিবার দুপুরে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার শালমারা এলাকায় স্যালো ইঞ্জিনচালিত ভটভটির চাপায় মতিয়ার রহমান নামে আরেকজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তার স্ত্রী রিক্তা বেগম গুরুতর আহত অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয়রা জানান, ঘটনার পরে ক্ষুব্ধ জনতা ভটভটি গাড়িটিতে আগুন ধরিয়ে দেয়। তারা দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য প্রশাসনের দিকে নজর রাখছেন। এই দুর্ঘটনা রাজবাড়ীবাসীর মধ্যে আতঙ্ক ও শোক সৃষ্টি করেছে।
প্রতিবেশীরা সতর্ক করেছেন, দ্রুতগতিতে মোটরসাইকেল চালানো ও সড়কে শৃঙ্খলা না রাখার কারণে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা ক্রমেই বেড়ে চলেছে। এ ধরনের ঘটনা প্রতিরোধে স্থানীয় প্রশাসনের তৎপরতা বৃদ্ধির আহ্বান জানিয়েছে।
দূর্ঘটনাগুলি রাজবাড়ীতে মোটরসাইকেল চালনার নিরাপত্তা নিয়ে নতুন করে আলোচনা শুরু করেছে। স্থানীয়রা মনে করছেন, রাস্তায় শৃঙ্খলা বজায় না থাকলে ভবিষ্যতেও এ ধরনের মারাত্মক দুর্ঘটনা ঘটার ঝুঁকি থাকবে।