
প্রকাশ: ২ নভেম্বর ২০২৫, ২১:৪০

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ১০ নভেম্বর থেকে দেশের উত্তরাঞ্চলে শীতের প্রভাব লক্ষ্য করা যেতে পারে। তবে মাসের শেষ দিকে সারা দেশে শীতের প্রকোপ ছড়িয়ে পড়বে। রবিবার (২ নভেম্বর) প্রকাশিত দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, চলতি নভেম্বরে স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি বৃষ্টিপাত হতে পারে। বঙ্গোপসাগরে দুই থেকে তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।
