
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৫, ২০:৫৬

সিলেটের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) খান মো. রেজা-উন-নবী বলেছেন, জুলাই বিপ্লবের পূর্বে রাষ্ট্রীয় কোনো প্রতিষ্ঠানকে নিজস্বভাবে তাদের দায়িত্ব প্রতিপালনের জন্য তাদের যে স্বাধীনতা সেটাকে আমরা নিশ্চিত করতে পারি নাই। আজকে সেজন্য বিচার বিভাগ থেকে শুরু করে এমন কোনো বিভাগ নাই যে বিভাগ বলতে গেলে প্রশ্নবিদ্ধ হয়নাই। তাহলে আজকে সে জায়গা থেকে বের হয়ে আসতে হবে। বের হয়ে এসে আজকে আমাদের আত্মমর্যাদাশীল হতে হবে। আপনি যদি ক্রিতদাসের মতো আচরণ করেন আপনি কোন দিন আত্মমর্যাদসম্পন্ন মানুষ হতে পারবেন না। আপনি যদি সবসময় অন্যায়কারী বা নেতা যেই হোকনা কেনো সে দুর্নীতি করবে, অন্যায় করবে আপনি তাও তার পেছনে হাঁটবেন আবার আত্মমর্যাদার কথা বলবেন এটা কখনো হবে না। সে জন্য আমি মনে করি এই জায়গুলোতে আমাদের নতুন করে ভাবতে হবে, নতুন করে চিন্তা করতে হবে নতুন দেশ বিনির্মিাণের জন্য কাজ করতে হবে।
