
প্রকাশ: ২ নভেম্বর ২০২৫, ১৮:৪০

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে ২৬ কেজি ওজনের বিশাল আকৃতির একটি পাঙ্গাশ মাছ। রোববার ভোররাতে বাহিরচর ছাত্তার মেম্বার পাড়ার কলাবাগান এলাকা সংলগ্ন নদী থেকে স্থানীয় জেলে সোনাই হালদার ও তার দল মাছটি ধরেন। পরে দৌলতদিয়া ঘাটের মাছ বাজারে নিলামে ২ হাজার ৬০০ টাকা প্রতি কেজি দরে মোট ৬৮ হাজার ১২০ টাকায় মাছটি বিক্রি হয়। মাছটি কিনেছেন স্থানীয় মৎস্য ব্যবসায়ী শাহজাহান শেখ।
