অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, সোমবার (৩ নভেম্বর) দুপুর ১২টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের করবী হলে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টার প্রেস উইং রবিবার (২ নভেম্বর) এ তথ্য জানিয়েছে।
সংবাদ সম্মেলনে শুধুমাত্র বৈধ নিরাপত্তা পাসধারী স্বীকৃত সাংবাদিকদের অংশগ্রহণের অনুমতি থাকবে। সরকার স্বীকৃত সাংবাদিকদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছে।
এতে দেশের বর্তমান পরিস্থিতি ও সরকারি সিদ্ধান্ত সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য জানানো হতে পারে।