প্রকাশ: ৭ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৫
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার প্রত্যন্ত এলাকায় পল্লী বিদ্যুৎ অফিসের কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীর যোগসাজশে অবৈধ বিদ্যুৎ সংযোগের ব্যবসা রমরমা আকার ধারণ করেছে। এসব সংযোগের কারণে জনজীবনে দুর্ঘটনা ও প্রাণহানির ঝুঁকি বেড়ে চলেছে। বিশেষ করে বাঁশের খুঁটি ব্যবহার করে নিয়ম বহির্ভূতভাবে তার টেনে সংযোগ দেওয়ায় বড় ধরনের বিপদের আশঙ্কা তৈরি হয়েছে।