নোয়াখালীর হাতিয়ার চেয়ারম্যান ঘাটে পণ্য ওঠানো-নামানোর কাজে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে মানববন্ধন করেছেন শ্রমিকরা। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে বিআইডব্লিটিএ’র পল্টনের ওপর এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
শ্রমিকরা অভিযোগ করেন, চেয়ারম্যান ঘাট-নলচিরা নৌপথে চলাচলকারী এস.টি সৈবাল সি-ট্রাকের মাস্টার (চালক) আফজাল হোসেন সবসময় পল্টনের পাশে সি-ট্রাক রেখে দেন। এতে পণ্যবাহী নৌকা থেকে মাল ওঠানো বা নামানোর সময় শ্রমিকরা মারাত্মক সমস্যার সম্মুখীন হন। এমনকি দুর্ঘটনার ঝুঁকিও থেকে যায়।
শ্রমিকরা বলেন, যাত্রী ওঠানো-নামানোর সময় সি-ট্রাক ঘাটে থাকতে পারে। কিন্তু ফাঁকা সময়ে সেটি নদীতে নোঙর করলে সবার সুবিধা হয়। বিষয়টি বারবার বললেও চালক রাজি হননি। ফলে শ্রমিকরা প্রতিবাদে নামতে বাধ্য হন।
মানববন্ধনে বক্তারা দাবি জানান, “সি-ট্রাক আমাদের শত্রু নয়। সমস্যা হচ্ছে চালকের অনিয়মে। আমরা চাই, পল্টন সবসময় খালি রাখা হোক। এতে শ্রমিকদের কাজ সহজ হবে।”
এ ঘটনায় স্থানীয় ইজারাদার আমিনুল ইসলাম মতিনও শ্রমিকদের পাশে দাঁড়ান। তিনি বলেন, “এখানে নিয়ম হলো সি-ট্রাক যাত্রী নামাবে-উঠাবে, পরে নদীতে গিয়ে নোঙর করবে। কিন্তু চালক এই নিয়ম মানছে না। আমরা ন্যায়সঙ্গত দাবি করছি, যাতে শ্রমিকরা নির্বিঘ্নে কাজ করতে পারে।”
অভিযোগ অস্বীকার করে চালক আফজাল হোসেন বলেন, নদীতে নোঙর করা অনিরাপদ। তাই তিনি সি-ট্রাক ঘাটেই রাখেন।