প্রকাশ: ৩ সেপ্টেম্বর ২০২৫, ১৬:২
বরিশালের হিজলা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় উপজেলা হেলিপ্যাডে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মেজবাহউদ্দিন ফরহাদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হিজলা উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল গাফফার তালুকদার। আলোচনা সভায় বক্তারা বিএনপির সংগঠনকে আরও শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেন। তারা বলেন, জনগণের অধিকার ফিরিয়ে আনতে বিএনপি সবসময় আন্দোলন-সংগ্রামে রয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে মেজবাহউদ্দিন ফরহাদ বলেন, আগামী ফেব্রুয়ারি মাসে আমরা জাতীয় নির্বাচনে অংশ নেবো। তবে একটি মহল নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। তারা অপপ্রচার চালিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। বিএনপির নেতাকর্মীরা এসব ষড়যন্ত্রে প্রভাবিত হবেন না।
তিনি আরও বলেন, আমাদের নেতা তারেক রহমান যাকে ধানের শীষ প্রতীক দেবেন আমরা তাকেই সমর্থন করবো ইনশাআল্লাহ। আল্লাহ ছাড়া কেউ আমাদের নির্বাচনী অংশগ্রহণ ঠেকাতে পারবে না। বিএনপি বর্তমানে সুসংগঠিত এবং ঐক্যবদ্ধ রয়েছে।
আলোচনা সভায় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বেলাল জমাদার, উপজেলা যুবদলের আহ্বায়ক দেওয়ান সালাউদ্দিন রিমন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আসাদুজ্জামান খান সজল, বড়জালিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক স ম হুমায়ূন, সদস্য সচিব আলতাফ সরদারসহ অন্যরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বড়জালিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাওয়ানুর চৌধুরী এবং উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রুমা খানম। তারা বলেন, বিএনপি গণমানুষের দল এবং এর প্রতিষ্ঠাবার্ষিকী পালনের মাধ্যমে আমরা আরও উদ্দীপ্ত হচ্ছি।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহির রায়হান। তিনি বলেন, এ ধরনের কর্মসূচি নেতাকর্মীদের উজ্জীবিত করে এবং তৃণমূল সংগঠনকে আরও সক্রিয় করে তোলে।
আলোচনা সভার শেষে একটি আনন্দ মিছিল বের হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা বাসস্ট্যান্ডে এসে শেষ হয়। এরপরই এডভোকেট দেওয়ান মনির হোসেনের নেতৃত্বে আরেকটি বিশাল আনন্দ মিছিল বের হয়, যা এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।