প্রকাশ: ৫ নভেম্বর ২০২৫, ১২:২৩

নোয়াখালীর কবিরহাট উপজেলায় ট্রাকের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার চালক ও আরোহীসহ ৬ জন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে কবিরহাট টু বসুরহাট সড়কের আলিয়া মাদরাসা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত সিএনজি চালক খোরশেদ আলম খোকনের ছেলে বাদী হয়ে আজ বুধবার সকালে কবিরহাট থানায় মামলা করেছেন। একই সঙ্গে ঘটনার পরপরই তাৎক্ষণিক অভিযান চালিয়ে ট্রাক চালক আব্দুর জাহেরকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।
