পিআর পদ্ধতির (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) নির্বাচনেই জনগণের প্রকৃত মতামত ও সমর্থনের প্রতিফলন ঘটে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
টানা তৃতীয় মেয়াদে দলের আমির নির্বাচিত হওয়ার পর বুধবার (৫ নভেম্বর) নিজ জন্মভূমি সিলেটে প্রথম সফরে এসে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
জামায়াত আমির বলেন, ‘আমরা মনে করি—পিআর পদ্ধতির নির্বাচনেই প্রকৃত গণতন্ত্র বিকশিত হতে পারে। এতে জনপ্রতিনিধিত্বের সুযোগ বাড়ে, জনগণের ভোটের মূল্যও নিশ্চিত হয়।’
এ সময় তিনি দলীয় প্রস্তুতি ও রাজনৈতিক প্রেক্ষাপট নিয়েও মত দেন। তার দাবি, বর্তমান পরিস্থিতিতে জনগণ পরিবর্তন চায়, এবং সে পরিবর্তনের জন্য ন্যায্য, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচনের বিকল্প নেই।
তিনি বলেন, ‘আমরা জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে চাই। ইসলামী মূল্যবোধে বিশ্বাসী ও দেশপ্রেমিক যেকোনো ব্যক্তি আমাদের সঙ্গে থাকতে পারেন।’
এ সফরে সিলেট জেলা ও মহানগর জামায়াতের হাজারো নেতাকর্মী মোটরসাইকেল ও গাড়ির শোডাউনের মাধ্যমে নবনির্বাচিত আমিরকে বরণ করে নেয়। পুরো সিলেট নগরে এসময় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।