
প্রকাশ: ৫ নভেম্বর ২০২৫, ১১:২৪

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় শিয়ালের কামড়ে ১২ জন আহত হয়েছেন। মঙ্গলবার বিকেল সাড়ে ৫টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত উপজেলার আশিদ্রোন ইউনিয়নের শংকরসেনা, ফটকি, রামনগর এবং সিন্দুরখান ইউনিয়নের সাইটুলা গ্রামে ধারাবাহিকভাবে এই ঘটনাগুলো ঘটেছে। স্থানীয়রা জানান, একটি অস্বাভাবিক আচরণকারী শিয়াল হঠাৎ করে পথচারী ও ঘরের সামনে থাকা মানুষদের ওপর আক্রমণ চালায়।
