প্রকাশ: ৫ নভেম্বর ২০২৫, ১৩:০

কক্সবাজারের টেকনাফে হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী এলাকায় প্রধান সড়কের ব্রীজসংলগ্ন খাল থেকে ভাসমান অবস্থায় মো. ইউনুস নামের সাবেক এক ইউপি সদস্যের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৫ নভেম্বর) সকাল ১১টার দিকে স্থানীয়দের সংবাদে পুলিশ লাশটি উদ্ধার করে। নিহত ইউনুস সাবরাং ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য এবং টেকনাফ উপজেলা আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি সাবরাং চান্দলীপাড়ার স্থায়ী বাসিন্দা।
