প্রকাশ: ২৯ আগস্ট ২০২৫, ১৬:৪৬
কক্সবাজারের টেকনাফে মিয়ানমারের জলসীমায় অনধিকার প্রবেশ করে মাছ ধরার অভিযোগে ১২২ জন জেলেকে আটক ও ১৯টি ফিশিং বোট জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। শুক্রবার (২৯ আগস্ট) দুপুরে এক বিশেষ অভিযানে তাদের আটক করা হয়। কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বিষয়টি নিশ্চিত করেছেন।