প্রকাশ: ২৮ আগস্ট ২০২৫, ১৬:৫৫
বরিশালের বানারীপাড়ার সদর ইউনিয়নের মাছরং গ্রামে এক রাজমিস্ত্রির রহস্যজনক মৃত্যুতে এলাকা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বুধবার রাতে তালাবদ্ধ ভাড়া বাসা থেকে খাটের ওপর পড়ে থাকা অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। মৃত ব্যক্তির নাম মো. রাজ্জাক হাওলাদার (৫০)।
পুলিশ সূত্রে জানা যায়, ২৭ আগস্ট রাত সাড়ে ৯টার দিকে প্রতিবেশীরা জানালার কাঁচ ভেঙে মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেন। পরে পুলিশ এসে প্রথমে বিল্ডিংয়ের কলাপসিবল গেটের তালা ভেঙে এবং পরে ভেতরের দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে।
রাজ্জাক হাওলাদারের বাড়ি উজিরপুর উপজেলার সোনারবেগুন গ্রামে হলেও তিনি বানারীপাড়ার মাছরং গ্রামে মৃত খালেক আকনের একতলা বিল্ডিংয়ে একা ভাড়া থাকতেন। স্ত্রী ও তিন মেয়ে গ্রামের বাড়িতে বসবাস করলেও মাঝে মাঝে তারা তার কাছে আসতেন।
২৫ আগস্ট সন্ধ্যায় সর্বশেষ স্ত্রী মেহেরুন্নেছার সঙ্গে ফোনে কথা হয় রাজ্জাকের। তিনি জানিয়েছিলেন বুকে ব্যথাসহ অসুস্থতার কথা এবং সেদিনই ডাক্তার দেখিয়ে পরীক্ষা-নিরীক্ষা করিয়েছেন। তবে রিপোর্ট তখনো হাতে পাননি।
এরপর থেকে ফোনে আর যোগাযোগ না হওয়ায় স্ত্রী মনে করেছিলেন তিনি কাজে ব্যস্ত। কিন্তু দীর্ঘ সময় যোগাযোগ না হওয়ায় কাজের ঠিকাদার তার খোঁজে লোক পাঠান। প্রতিবেশীরাও দুই দিন ধরে তাকে দেখতে না পেয়ে সন্দেহ প্রকাশ করেন।
বানারীপাড়া থানার উপ-পরিদর্শক শরিফুল ইসলাম জানান, মরদেহে কোনো আঘাতের চিহ্ন নেই। রাজ্জাক হাওলাদার দীর্ঘদিন ধরে হার্ট ও কিডনি রোগে ভুগছিলেন। তবে মৃত্যুর রহস্য উদঘাটনে মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে পুলিশ জানিয়েছে।
আপনি কি চাইবেন আমি এর জন্য মেটা কীওয়ার্ড এবং হ্যাশট্যাগ তৈরি করি? নাকি ছবি তৈরির জন্য ইংরেজি ইমেজ প্রম্পটও দেব? নাকি দুটোই?