প্রকাশ: ৪ আগস্ট ২০২৫, ১৮:০
সাভারের আশুলিয়ায় যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র, মাদক ও চোরাই মোটরসাইকেলসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৪ আগস্ট) সকালে জামগড়া, রূপায়ণ মাঠ এবং ভাদাইল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন ছাত্র-জনতা হত্যা মামলার পলাতক আসামি মো. আল আমিন মন্ডল এবং একাধিক অস্ত্র মামলার আসামি জুনায়েদ হাসান জুনু। এছাড়াও কিশোর গ্যাংয়ের সদস্য হিসেবে পরিচিত রোমান ইসলাম, মোঃ স্বপন, রাফিউল ইসলাম রকি, মনির হোসেন, ইয়ামিন হোসেন ও নুরুল হককে আটক করা হয়েছে।
অভিযানের সময় তাদের হেফাজত থেকে ২০টির বেশি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এছাড়া একটি ইলেকট্রিক শকার, দুইটি চোরাই মোটরসাইকেল, পাঁচটি মোবাইল ফোন, ১০টি সিমকার্ড এবং বেশ কিছু মাদকদ্রব্যও জব্দ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, স্থানীয়ভাবে সংঘবদ্ধ অপরাধচক্র ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথ অভিযান চালানো হয়। অভিযানে অংশ নেয় পুলিশ, র্যাব এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান বলেন, আটককৃতদের থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে অস্ত্র, চুরি ও মাদক আইনে একাধিক মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
স্থানীয়দের দাবি, আশুলিয়ার এসব এলাকায় দীর্ঘদিন ধরেই কিশোর গ্যাং ও মাদককারবারীদের দৌরাত্ম্য বেড়ে চলেছে। তারা নিয়মিত সাধারণ মানুষকে হয়রানি করছে এবং চুরি-ডাকাতিতে লিপ্ত রয়েছে।
পুলিশ জানিয়েছে, এসব অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং এলাকা অপরাধমুক্ত না হওয়া পর্যন্ত যৌথ অভিযান অব্যাহত থাকবে।
এই অভিযানের মধ্য দিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে জানা গেছে। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।