প্রকাশ: ৩১ জুলাই ২০২৫, ১৬:৪৩
কক্সবাজারের টেকনাফে অভিনব কৌশলে নোয়াহ গাড়িতে করে মাদক পাচারের সময় পুলিশের হাতে ধরা পড়েছে বিশাল পরিমাণ ইয়াবা। বৃহস্পতিবার রাত সাড়ে ৩টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালীয়া পাড়া ঘাট সংলগ্ন সড়কে অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবাসহ এক মাদককারবারিকে আটক করেছে টেকনাফ মডেল থানা পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাতে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি নোয়াহ গাড়িকে থামানো হয়। গাড়ির চালকের কথাবার্তায় সন্দেহ হলে পুলিশ তল্লাশি চালায়। একপর্যায়ে গাড়ির পেছনের সিটের ডান পাশের বডির কভারের নিচে বিশেষভাবে লুকানো অবস্থায় ইয়াবার চালানটি উদ্ধার করা হয়।
আটক চালকের নাম সৈয়দ নুর, যিনি নুরুল আমিন বা ‘নুরু ড্রাইভার’ নামেও পরিচিত। তার বাড়ি হোয়াইক্যং ইউনিয়নের কাঞ্জর পাড়ায়, পিতা মৃত কবির আহমদ। পুলিশ জানায়, নুরুর বিরুদ্ধে মাদক সংক্রান্ত পূর্বেও তিনটি মামলা রয়েছে।
এসময় পুলিশ অভিযুক্তের ব্যবহৃত নোয়াহ গাড়িটি এবং দুইটি অ্যান্ড্রোয়েড মোবাইল ফোন জব্দ করে। ধারণা করা হচ্ছে, এই গাড়িই সে দীর্ঘদিন ধরে মাদক পরিবহনের কাজে ব্যবহার করে আসছিল।
ঘটনার বিষয়ে টেকনাফ মডেল থানায় এফআইআর নং-৭৩, তারিখ-৩১ জুলাই ২০২৫, এবং জিআর নং-৫০৩ অনুযায়ী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(গ)/৩৮ ধারায় মামলা রুজু করা হয়েছে।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. গিয়াস উদ্দিন বলেন, এই ধরনের মাদক পাচার রোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। যেকোনো ধরনের অপরাধের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে রয়েছি।
পুলিশের এই সাফল্যে স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেন এবং মাদকের বিরুদ্ধে আরও জোরালো পদক্ষেপের দাবি জানান। সীমান্তবর্তী এই এলাকায় মাদকের চালান নিয়মিতভাবে আটক হলেও মাদকচক্র নতুন নতুন কৌশলে মাদক পাচার চালিয়ে যাচ্ছে, যা প্রতিরোধে কঠোর নজরদারি প্রয়োজন বলে মনে করেন সংশ্লিষ্টরা।