প্রকাশ: ২৯ জুলাই ২০২৫, ২০:১৬
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার দুর্গম নরেন্দ্র কারবারী পাড়ায় সেনাবাহিনীর বাঘাইহাট জোনের অভিযানে ইউপিডিএফ (মূল) সশস্ত্র সন্ত্রাসী সংগঠনের গোপন আস্তানার সন্ধান মিলেছে। এই অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, ওয়াকিটকি, স্পাই ক্যামেরা এবং সামরিক প্রশিক্ষণের বইসহ নানা সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২৯ জুলাই) ভোররাতে অভিযান পরিচালিত হয়। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইউপিডিএফ সন্ত্রাসীদের উপস্থিতি সম্পর্কে নিশ্চিত হয়ে ৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সদস্যরা অভিযানের প্রস্তুতি গ্রহণ করেন।
সোমবার রাত থেকেই সেনা সদস্যরা এলাকা ঘিরে ফেলেন এবং মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে অভিযান শুরু করেন। অভিযানকালে সেনা টহল দল ইউপিডিএফের একটি সশস্ত্র দলকে চিহ্নিত করে এবং অবরোধ ও তল্লাশি চালায়।
সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালানোর চেষ্টা করলে উভয়পক্ষের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এতে সন্ত্রাসীরা পালিয়ে গেলেও ঘটনাস্থলে তাদের ব্যবহৃত অস্ত্রশস্ত্র ও সরঞ্জাম রেখে যায়।
ঘটনাস্থল থেকে ১টি এসএমজি, ১টি এলজি, ৩টি দেশীয় বন্দুক, সাব মেশিনগানের ম্যাগাজিন, পোচ, ৭ রাউন্ড এ্যামোনিশন, ৪২টি খালি গুলির খোসা, ২টি কার্তুজ, ৪টি ওয়াকিটকি, ২টি স্পাই ক্যামেরা, ৪টি ইউপিডিএফ পতাকা এবং সামরিক প্রশিক্ষণের বইসহ অন্যান্য উপকরণ জব্দ করা হয়েছে।
অভিযানের নেতৃত্ব দেন বাঘাইহাট সেনা জোনের অধিনায়ক লে. কর্নেল মো. মাসুদ রানা। তিনি জানান, ইউপিডিএফের সশস্ত্র তৎপরতা পার্বত্য অঞ্চলের শান্তি বিঘ্নিত করছে এবং এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সেনাবাহিনী আরও জানায়, পার্বত্য অঞ্চলে অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে এ অভিযান পরিচালিত হয়েছে। পাহাড়ের সাধারণ জনগণের প্রতি শ্রদ্ধা রেখে সকল জাতিগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করাই সেনাবাহিনীর লক্ষ্য।এই ধরনের অভিযান পাহাড়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে স্থানীয়রা মনে করছেন।