প্রকাশ: ২৭ জুলাই ২০২৫, ১২:৯
রাজধানীতে ঘটে যাওয়া জুলাই অভ্যুত্থান-ঘটনার সময় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত খাগড়াছড়ির মোহাম্মদপুর এলাকার বাসিন্দা হামিদুল সরকারের পাশে দাঁড়িয়েছে খাগড়াছড়ি প্রেসক্লাব। রবিবার সকাল ১১টায় প্রেসক্লাব প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এই মানবিক সহায়তা প্রদান করা হয়।
সহায়তা গ্রহণ করেন হামিদুল সরকারের পক্ষ হয়ে রেড জুলাইয়ের সদস্য সচিব জাহিদ হাসান। উপস্থিত ছিলেন খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ ভট্টাচার্য, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ জহুরুল আলম, সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল, সাংগঠনিক সম্পাদক দিদারুল আলমসহ অন্যান্য সাংবাদিকরা।
প্রেসক্লাব জানিয়েছে, এ সহায়তা শুধু প্রতীকী নয়, বরং আহত হামিদুলের চিকিৎসা ও পুনর্বাসনে সক্রিয় ভূমিকা রাখারই এক বাস্তব উদ্যোগ। তারা সকলের প্রতি আহ্বান জানিয়েছে—এই দুঃসময়ে হামিদুলের পাশে দাঁড়াতে।
উল্লেখ্য, গত ১৯ জুলাই ঢাকার বাড্ডা এলাকায় এক সহিংস ঘটনার সময় গুলিবিদ্ধ হন হামিদুল সরকার। তলপেটে গুলির আঘাতে তিনি গুরুতর আহত হন এবং বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পেশায় ভ্যানচালক হামিদুল সরকার ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার এই অবস্থায় পরিবারটি গভীর সংকটে পড়েছে। ফলে চিকিৎসা ব্যয় চালানোও হয়ে উঠেছে কঠিন।
সহযোগিতা অনুষ্ঠানে প্রেসক্লাব নেতৃবৃন্দ বলেন, সাংবাদিক সমাজ শুধু সংবাদ কাভারেই সীমাবদ্ধ নয়, বরং মানবিক দায়িত্ববোধ থেকেও সমাজের পাশে থাকতে চায়। হামিদুলের জন্য তারা আরও সহযোগিতা আহ্বান করেন।
এদিকে, হামিদুলের পরিবার ও শুভাকাঙ্ক্ষীরা খাগড়াছড়ি প্রেসক্লাবের এই উদ্যোগের প্রশংসা জানিয়েছে এবং অন্যান্য সামাজিক সংগঠন ও ব্যক্তিদের সহযোগিতার জন্য এগিয়ে আসার অনুরোধ করেছে।