প্রকাশ: ২৬ জুলাই ২০২৫, ১৮:২২
কোনো ট্যাগ পাওয়া যায়নি
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতগামী এক পাচারকালে পরিত্যক্ত অবস্থায় ৬ কোটি টাকার ৩১টি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার ভোর সাড়ে পাঁচটার দিকে উপজেলার কুমিল্লাপাড়া সীমান্ত এলাকা থেকে এই উদ্ধার অভিযান পরিচালনা করা হয়।
মহেশপুর ব্যাটালিয়নের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে মেইন পিলার ৬০/৭০-আর এর কাছে সন্দেহজনক এক ব্যক্তিকে দেখতে পায়। তাকে থামানোর চেষ্টা করলে সে তিনটি পোটলা ফেলে দিয়ে ভারতের দিকে পালিয়ে যায়। পরবর্তীতে ওই পোটলা তল্লাশি করে ৩১টি স্বর্ণের বার পাওয়া যায় যার মোট ওজন চার কেজি ২০৩.১১ গ্রাম।
বিজিবির হিসাব অনুযায়ী, উদ্ধার হওয়া স্বর্ণের বাজার মূল্য প্রায় ৫ কোটি ৮৩ লাখ ৩ হাজার ৬১৮ টাকা। এ ঘটনায় মহেশপুর থানায় জিডি করা হয়েছে এবং জব্দকৃত স্বর্ণের তালিকা তৈরি করে ঝিনাইদহ জেলা কোষাগারে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
উপ-অধিনায়ক অতিরিক্ত পরিচালক আবু হানিফ মোঃ সিহানুক জানান, আটক করা না গেলেও পাচার চক্রকে শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় নজরদারি বৃদ্ধি পেয়েছে এবং বিজিবি চোরাচালান প্রতিরোধে কঠোর ব্যবস্থা গ্রহণ করছে।
মহেশপুর ৫৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম বলেন, তারা নিয়মিত টহল ও অভিযান চালিয়ে পাচারকারীদের দমনে কাজ করছে। তিনি স্থানীয় জনগণকে সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সহযোগিতার আহ্বান জানান।
ঝিনাইদহ অঞ্চলে সোনার বারসহ মূল্যবান মালামাল পাচার রোধে বিজিবির এই ধরণের অভিযান নতুন মাত্রা যোগ করেছে। সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা জোরদার হওয়ায় পাচারকারীদের কর্মকাণ্ডে বাধা সৃষ্টি হচ্ছে।
স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, দ্রুত পাচার চক্রের মূল হোতাদের গ্রেপ্তার করে নিয়মিত ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করা হবে। এ ধরনের সফল অভিযানের মাধ্যমে দেশের অর্থনৈতিক নিরাপত্তা ও আইনের শাসন শক্তিশালী হবে বলে মনে করছেন নিরাপত্তা কর্মকর্তারা।