প্রকাশ: ২৬ জুলাই ২০২৫, ১৮:১৮
দেশব্যাপী এনসিপির ‘জুলাই পদযাত্রা’র অংশ হিসেবে মৌলভীবাজারে অনুষ্ঠিত হয়েছে পদযাত্রা ও পথসভা, যেখানে নতুন সংবিধান, বিচার ও রাষ্ট্র সংস্কারের দাবিতে রাজপথে সোচ্চার হন নেতাকর্মীরা। শনিবার দুপুরে শহরের কেন্দ্রীয় শহিদ মিনার থেকে শুরু হয়ে বেরীরপাড় পয়েন্টে পথসভায় মিলিত হয় পদযাত্রা।
পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, নতুন সংবিধান ছাড়া এই রাষ্ট্রে কোনো গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে না। তিনি বলেন, দেশের সংস্কারের জন্য মুজিববাদী সংবিধান সংশোধন করা সময়ের দাবি, যেখানে থাকবে মানবাধিকার, জাতিগত সমতা ও ২০২৪-এর অভ্যুত্থানের স্বীকৃতি।
নাহিদ ইসলাম আরও বলেন, এক বছর আগে আমরা বলেছিলাম একটি নতুন বাংলাদেশ প্রয়োজন। কিন্তু এখনো দালাল শক্তি পুরনো ব্যবস্থায় দেশকে ফিরিয়ে নিতে চাইছে। বিচার, সংস্কার ও নতুন সংবিধানই কেবল পারে জনগণের আশা পূরণ করতে। তিনি চা শ্রমিকদের ন্যায্য মজুরির প্রসঙ্গ তুলে বলেন, মৌলভীবাজারে দেশের সবচেয়ে বেশি চা বাগান থাকা সত্ত্বেও শ্রমিকরা এখনও বঞ্চিত। ভারতের তুলনায় অনেক কম মজুরি পেয়ে তারা মানবেতর জীবনযাপন করছে।
সভায় বক্তারা বলেন, মৌলভীবাজারে বিপুল খনিজ সম্পদ, তেল ও গ্যাস থাকা সত্ত্বেও সঠিক ব্যবস্থাপনা ও ব্যবহার না থাকায় অঞ্চলটি উন্নয়নে পিছিয়ে রয়েছে। তারা শিক্ষা ও স্বাস্থ্য খাতেও উন্নয়নের জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।
এনসিপির নেতারা জানান, নতুন বাংলাদেশ গঠনে জনগণের সমর্থন ও অংশগ্রহণ অপরিহার্য। তারা বলেন, আলেম-উলামারাও জুলাই আন্দোলনে অংশ নিয়ে ইনসাফের পক্ষে অবস্থান নিয়েছেন। জাতীয় নাগরিক পার্টি আলেম সমাজের পাশে থাকবে।
এদিন সকাল থেকেই মৌলভীবাজার শহরে ছিল এনসিপি ও ছাত্র সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতি। মিছিল, স্লোগান ও শ্লোগানে উত্তাল ছিল শহর। পথসভা শেষে নেতারা শ্রীমঙ্গল গিয়ে চা শ্রমিকদের সঙ্গে মতবিনিময় করেন। চৌমুহনা চত্বরে সংক্ষিপ্ত সভা বাতিল হলেও নেতাকর্মীরা জনতার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
এনসিপির এই কর্মসূচি ঘিরে জেলায় নিরাপত্তা ছিল জোরদার। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা ও নিয়ন্ত্রণে শান্তিপূর্ণভাবেই শেষ হয় পদযাত্রা ও পথসভা।