প্রকাশ: ২৫ জুলাই ২০২৫, ১৯:১১
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় দুঃখজনক এক ঘটনা ঘটে, যেখানে দেড় বছরের শিশুসন্তান মো. আনাস বালতির পানিতে পড়ে মর্মান্তিক মৃত্যুবরণ করেছে। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে বাটনাতলী ইউনিয়নের বড়গ্রাম মুসলিমপাড়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত আনাস ওই এলাকার মো. আবু আহমেদের ছেলে।
পরিবারের সদস্যরা জানান, শিশুটির মা এবং অন্যান্য সদস্যরা বাড়ির কাজের ব্যস্ততায় ছিলেন। এ সময় ছোট্ট আনাস বাড়ির বাইরে রাখা একটি রংয়ের বড় বালতিতে পড়ে যায়। কিছুক্ষণ পরে অনেক খোঁজাখুঁজির পর পরিবারের লোকেরা তাকে বালতির পানিতে পড়ে থাকতে দেখে দ্রুত উদ্ধার করেন।
শিশুটিকে আহত অবস্থায় দ্রুত মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়, কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই মর্মান্তিক ঘটনায় পরিবারের সবাই শোকাহত হয়ে পড়েছেন।
মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল বিষয়টি নিশ্চিত করেছেন এবং জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারকে হস্তান্তর করা হয়েছে।
স্থানীয়রা দুঃখ প্রকাশ করে বলেন, শিশুর আকস্মিক মৃত্যু সবাইকে মর্মাহত করেছে। ছোট্ট প্রাণটির এ অনাকাঙ্ক্ষিত বিদায় এলাকায় শোকের ছায়া ফেলেছে। এলাকার মানুষ পরিবারকে সমবেদনা জানাচ্ছেন এবং ভবিষ্যতে এই ধরনের দুর্ঘটনা এড়াতে সকলকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন।
উপজেলার শিশুদের নিরাপত্তা নিয়ে স্থানীয় প্রশাসন এবং সাধারণ মানুষকে আরও যত্নবান হওয়ার প্রয়োজনীয়তা বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে ছোট ছোট শিশুরা যখন বাড়ির বাইরে থাকে, তখন তাদের প্রতি বাড়তি নজর রাখতে হবে বলে মনে করা হচ্ছে।
এই ধরনের ঘটনা সমাজে শিশুদের নিরাপত্তা ও সুরক্ষার গুরুত্ব পুনর্ব্যক্ত করে। অভিভাবকদের প্রতি বিশেষ সতর্ক থাকার অনুরোধ জানানো হচ্ছে যাতে ভবিষ্যতে এমন মর্মান্তিক দুর্ঘটনা না ঘটে।
মানিকছড়ি এলাকায় সামগ্রিকভাবে শিশুদের জন্য নিরাপদ পরিবেশ তৈরি করতে প্রশাসন এবং স্থানীয় সমাজকর্মীদের আরও উদ্যোগী হওয়ার প্রত্যাশা ব্যক্ত করা হচ্ছে।