প্রকাশ: ২৫ জুলাই ২০২৫, ১৮:৬
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় রাস্তার মোড়ে বাঁশ ও কাপড় দিয়ে তৈরি একটি নৌকা ঝুলিয়ে রাখার অভিযোগে আওয়ামী লীগের এক কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে পাইকেরছড়া ইউনিয়নের কুড়ার পাড় এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার গভীর রাতে ওই এলাকার মৃত আব্দুস সামাদের ছেলে বারেক এবং মৃত আকাব আলীর ছেলে ময়নাল হক দুই আওয়ামী লীগ কর্মী মিলে একটি নৌকা বাঁশের একটি গাছে ঝুলিয়ে রাখেন। নৌকাটির সঙ্গে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখা স্লোগান ও তাদের ব্যক্তিগত ছবি ডিজিটাল ব্যানারে প্রিন্ট করে সংযুক্ত করা হয়।
শুক্রবার সকালে এলাকাবাসী নৌকা ঝুলিয়ে রাখার খবর পেয়ে স্থানীয় থানা পুলিশকে জানান। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নৌকাটি উদ্ধার করে এবং ময়নাল হককে গ্রেপ্তার করে।
ভূরুঙ্গামারী থানার ওসি আল হেলাল মাহমুদ বলেন, ময়নালের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা হয়েছে এবং তাকে আদালতে পাঠানো হয়েছে। অপর জন গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
এ ঘটনার পর স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। অনেকেই এ ঘটনাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও অশান্তিকর বলেও মন্তব্য করেছেন। তবে পুলিশ বলেছে, আইনশৃঙ্খলা বজায় রাখতে এবং জনজীবনে স্বাভাবিকতা ফিরিয়ে আনতেই কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।
ব্লকের নিরাপত্তা ব্যবস্থাকে শক্তিশালী করার জন্য অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে এবং নৌকা ঝুলিয়ে রাখার পেছনে অন্য কারো সম্পৃক্ততা আছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, সাম্প্রতিক সময়ে স্থানীয় রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার কারণে এ ধরনের ঘটনা ঘটতে পারে। তারা আশা প্রকাশ করেছেন, আইনশৃঙ্খলা রক্ষা করে সবাই শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখবে।
পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে এলাকাবাসীর প্রতি অনুরোধ জানানো হয়েছে, উত্তেজনা থেকে বিরত থেকে আইনশৃঙ্খলা বজায় রাখতে সহযোগিতা করবেন। পাশাপাশি কেউ যাতে আইন হাতে না নিয়ে পরিস্থিতি জটিল করে, সে ব্যাপারে সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়েছে।