প্রকাশ: ২৪ জুলাই ২০২৫, ২১:৪৭
টেকনাফের দমদমিয়া এলাকায় মানবিক কার্যক্রমের অংশ হিসেবে আলোর পাঠশালায় একটি বিশেষ মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার সকাল ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত চলে এই চিকিৎসা সেবা কার্যক্রম, যেখানে স্থানীয় ১৫৭ জন নারী, পুরুষ ও শিশু চিকিৎসা সুবিধা গ্রহণ করেন।
মেডিকেল ক্যাম্পটি অনুষ্ঠিত হয় দমদমিয়া বিওপি সংলগ্ন বেসরকারি প্রাথমিক বিদ্যালয় আলোর পাঠশালায়, যা টেকনাফ ব্যাটালিয়নের সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত হয়। বিজিবি জানিয়েছে, ক্যাম্পে উপস্থিত ছিলেন ব্যাটালিয়নের মেডিকেল অফিসার বিএসএস-১০২৫২৯ মেজর মোঃ শাহাদাত হোসেন শুভ।
চিকিৎসা সেবা প্রদানকালে ক্যাম্পে আগতদের মধ্যে পুরুষ ৪২ জন, মহিলা ৬৩ জন এবং শিশু ৫২ জন ছিলেন। এই সব গরীব, অসহায় ও দুঃস্থ মানুষদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়। মানবিক এই উদ্যোগে স্থানীয়দের মাঝে ব্যাপক সাড়া পড়ে এবং তারা বিজিবির এমন ভূমিকার প্রশংসা করেন।
এ সময় ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন এবং বিজিবির প্রতি জনগণের আন্তরিকতা ও আস্থার কথা জানতে পারেন। তিনি সীমান্ত এলাকায় মাদকবিরোধী কার্যক্রমে বিজিবিকে সহযোগিতা করার আহ্বান জানান।
অধিনায়ক আরও বলেন, বিজিবির এ ধরনের উদ্যোগ শুধু মানুষের শারীরিক সুস্থতা নিশ্চিত করতেই নয়, বরং জনগণের সঙ্গে সংযোগ গড়ে তুলতে এবং আস্থা বৃদ্ধির মাধ্যম হিসেবেও গুরুত্বপূর্ণ। এই মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বিজিবি সীমান্ত অঞ্চলে মানুষের জন্য যে কল্যাণকর ও মানবিক ভূমিকা রাখছে, তা এক অনন্য দৃষ্টান্ত।
তিনি জানান, বিজিবি নিয়মিতভাবে এ ধরনের সেবামূলক কর্মসূচি চালিয়ে যাবে যাতে করে সীমান্ত এলাকার জনগণের জীবনমান উন্নয়নে অবদান রাখা যায়। বিজিবির এমন কর্মকাণ্ড ভবিষ্যতে আরও সম্প্রসারিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
স্থানীয়রা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে জানান, এই ধরনের বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প তাদের জন্য এক বড় সহায়তা। সীমান্ত এলাকায় নানা সংকটের মধ্যেও বিজিবি যেভাবে মানুষের পাশে দাঁড়াচ্ছে, তা সত্যিই প্রশংসনীয়।
এই ধরনের কার্যক্রম ভবিষ্যতে আরও বেশি করে হলে সীমান্ত অঞ্চলের স্বাস্থ্যসেবা ও জনসম্পৃক্ততা উভয় ক্ষেত্রেই একটি স্থায়ী ইতিবাচক পরিবর্তন ঘটবে বলে মত দেন সংশ্লিষ্টরা।