প্রকাশ: ২৪ জুলাই ২০২৫, ১৮:৪০
কোনো ট্যাগ পাওয়া যায়নি
টাঙ্গাইলের গোপালপুরে পোল্ট্রি খামারিদের নিয়ে একটি সচেতনতামূলক মতবিনিময় সভার আয়োজন করে দেশের স্বনামধন্য প্রতিষ্ঠান আকিজ ফিড। বৃহস্পতিবার দুপুরে গোপালপুর উপজেলার নগদা শিমলা ইউনিয়নের পাগলা বাজারে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। আয়োজনটি করে স্থানীয় পরিবেশক বিনিময় এন্টারপ্রাইজ।
সভায় গোপালপুর ও আশপাশের এলাকা থেকে আগত শতাধিক খামারি অংশগ্রহণ করেন। পোল্ট্রি খাতের নানা চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে সকলে মুক্ত আলোচনা করেন এবং নিজেদের অভিজ্ঞতা ভাগ করে নেন।
সভায় সভাপতিত্ব করেন বিনিময় এন্টারপ্রাইজের প্রতিষ্ঠাতা মো. সোলায়মান খান। তিনি বলেন, খামারিদের হাতে উন্নত মানের ফিড তুলে দিয়ে তাদের লাভজনকভাবে খামার পরিচালনার জন্য আকিজ ফিড সর্বদা সহযোগিতা করে আসছে।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আকিজ এগ্রো ফিড-এর ডিজিএম ডা. মো. এনামুল হক। তিনি বলেন, বর্তমান সময়ে লাভজনক পোল্ট্রি খামার পরিচালনার জন্য বিজ্ঞানভিত্তিক পদ্ধতি ও মানসম্মত ফিড ব্যবহারের বিকল্প নেই।
এছাড়াও বক্তব্য রাখেন আকিজ ফিড-এর এজিএম টেকনিক্যাল (হেড) ডা. মো. সাকিব রেজুয়ান, এজিএম হেড মোঃ বাহারুল ইসলাম, এরিয়া ম্যানেজার কৃষিবিদ মোঃ আরিফুল ইসলাম, টেকনিক্যাল অফিসার ডা. মো. হাবিবুর রহমান এবং স্থানীয় পরিবেশক মো. সালাউদ্দিন খান সজীব।
বক্তারা বলেন, আকিজ ফিড শুধুমাত্র একটি পণ্য নয়, এটি একটি সেবা। খামারিদের পাশে থেকে তাদের সমস্যাগুলো সমাধানে টেকনিক্যাল সহযোগিতা করাই আমাদের অঙ্গীকার।
মতবিনিময় সভায় ফিডের গুণগতমান, রোগ প্রতিরোধ, খামার ব্যবস্থাপনা এবং বাজারজাতকরণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রশ্নোত্তর পর্বে খামারিরা খোলামেলা প্রশ্ন করেন এবং বিশেষজ্ঞদের কাছ থেকে উত্তর পান।
আলোচনা শেষে উপস্থিত খামারিদের মধ্যে আকিজ ফিডের পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ করা হয়, যা অংশগ্রহণকারীদের মাঝে আনন্দ ও উৎসাহ সৃষ্টি করে।