প্রকাশ: ২৪ জুলাই ২০২৫, ১৬:২৪
দিনাজপুরের হিলি সীমান্তে আবারও বড় ধরনের মাদকবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় নিষিদ্ধ দ্রব্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। হিলিসিপি বিওপি ক্যাম্পের বিজিবি সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৮ হাজার ৫৫০ পিস কুপিজেসিক ইনজেকশন, ৭৪ বোতল ফেন্সিডিল এবং ৩ বোতল বিদেশি মদ উদ্ধার করে।
বৃহস্পতিবার দিবাগত রাতের এ অভিযানে হিলি সীমান্তের ফকিরপাড়া এলাকায় ওঁৎ পেতে থাকা বিজিবি টহলদল ভোররাতে দুইজন চোরাকারবারীকে বস্তা কাঁধে নিয়ে বাংলাদেশের দিকে আসতে দেখে। চ্যালেঞ্জ করলে তারা দ্রুত ২টি বস্তা ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে বস্তাগুলো উদ্ধার করে তল্লাশি চালিয়ে এসব মাদকদ্রব্য জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে হিলিসিপি বিওপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার অসীম মারক বলেন, উদ্ধার করা মাদকের আনুমানিক বাজারমূল্য ১৩ লাখ ১৬ হাজার ৬০০ টাকা। চোরাচালানকারীদের শনাক্ত করতে সীমান্ত এলাকায় নজরদারি আরও জোরদার করা হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের অভিযান আরও জোরালোভাবে চালানো হবে।
বিজিবি জানায়, সীমান্তে মাদক ও অবৈধ অনুপ্রবেশ রোধে 'জিরো টলারেন্স' নীতি বাস্তবায়নে তারা ২৪ ঘণ্টা টহল পরিচালনা করছে। শুধু অভিযান নয়, স্থানীয়দের মধ্যে মাদকের ক্ষতিকর দিক নিয়ে সচেতনতামূলক কার্যক্রমও পরিচালনা করা হচ্ছে।
বিজিবি বলছে, সীমান্তবর্তী এলাকায় অপরাধ দমন ও চোরাচালান প্রতিরোধে জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য কেউ কোনো তথ্য পেলে বিজিবিকে জানাতে আহ্বান জানানো হয়েছে। তাদের মতে, সামাজিকভাবে ঐক্যবদ্ধ প্রতিরোধই পারে মাদক চোরাচালান পুরোপুরি রুখে দিতে।
সাম্প্রতিক সময়ে হিলি সীমান্ত হয়ে বাংলাদেশে মাদক পাচারের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। বিজিবির মতে, সংঘবদ্ধ চক্র ভারতে উৎপাদিত ও নিষিদ্ধ এসব ওষুধ দেশের বাজারে ছড়িয়ে দিচ্ছে, যা তরুণ সমাজকে বিপথে ঠেলে দিচ্ছে।
তবে বিজিবির নিয়মিত ও কৌশলগত অভিযান এবং স্থানীয় জনগণের সচেতনতা এসব চক্রের তৎপরতা রোধে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। হিলি সীমান্তে বৃহস্পতিবারের অভিযানটি তারই একটি সফল উদাহরণ।