প্রকাশ: ২৫ জুলাই ২০২৫, ১৮:২০
ঝিনাইদহ সদর উপজেলার বংকিরা গ্রামে ব্যতিক্রমী এক ধর্মীয় উদ্যোগে মসজিদে টানা ২০০ ওয়াক্ত নামাজ আদায়ের পুরস্কার হিসেবে ৫ জন শিক্ষার্থীকে উপহার হিসেবে বাইসাইকেল প্রদান করা হয়েছে। সায়াদাতিয়া বায়তুল মামুর জামে মসজিদ কমিটির উদ্যোগে শুক্রবার এ পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মসজিদ কমিটির এই উদ্যোগ স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। শিশু-কিশোরদের ধর্মীয় শিক্ষায় উদ্বুদ্ধ করতে এবং মোবাইল ফোন ও মাদকের আসক্তি থেকে দূরে রাখতে এমন ব্যতিক্রমী প্রচেষ্টা নিঃসন্দেহে অনুকরণীয় উদাহরণ হয়ে উঠেছে বলে মনে করেন স্থানীয়রা।
উপহারপ্রাপ্ত শিক্ষার্থীরা জানায়, তারা আনন্দিত এবং গর্বিত যে নিয়মিত নামাজ আদায়ের মাধ্যমে এমন একটি মূল্যবান উপহার পেয়েছে। এটি তাদেরকে ভবিষ্যতেও নিয়মিতভাবে ধর্মীয় রীতিনীতি পালন করতে উৎসাহ জোগাবে।
সায়াদাতিয়া বায়তুল মামুর জামে মসজিদের সাধারণ সম্পাদক সাকিব মোহাম্মদ আল হাসান জানান, বর্তমানে কিশোরদের মধ্যে অনৈতিক কার্যক্রম ও মোবাইল আসক্তি বাড়ছে। তাই আমরা চাই তারা যেন মসজিদের সঙ্গে যুক্ত হয় এবং ধর্মীয় নৈতিকতায় বড় হয়।
শুধু শিক্ষার্থীদের বাইসাইকেলই নয়, অনুষ্ঠানে আরও ১০ জন কিশোর ও বয়স্ক মুসল্লিদের মাঝে উপহার হিসেবে জায়নামাজ, টুপি ও মেসওয়াক বিতরণ করা হয়। এতে অংশগ্রহণকারীদের মধ্যে ধর্মীয় অনুশীলনের প্রতি আগ্রহ অনেকগুণ বেড়েছে বলে জানা যায়।
এই উদ্যোগের মাধ্যমে গ্রামবাসী বিশেষ করে অভিভাবকরা সন্তুষ্টি প্রকাশ করেছেন। তাদের মতে, এই ধরনের কার্যক্রম শিশুকিশোরদের জীবন গঠনে ইতিবাচক প্রভাব ফেলবে এবং সমাজে সুস্থ মূল্যবোধ গড়ে উঠবে।
স্থানীয়ভাবে সফল হওয়া এই প্রকল্পকে দেশের অন্যান্য অঞ্চলেও ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী। তারা মনে করেন, এ ধরনের পদক্ষেপ শিশু-কিশোরদের মধ্যে আত্মনিয়ন্ত্রণ, দায়িত্ববোধ ও ধর্মীয় চেতনা তৈরি করতে কার্যকর ভূমিকা রাখবে।
সমাপ্তি বক্তব্যে মসজিদ কমিটি জানায়, ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে এবং আরও শিক্ষার্থীদের উৎসাহিত করতে বড় পরিসরে নতুন প্রকল্প হাতে নেওয়া হবে। এতে করে ধর্মীয় ও নৈতিক শিক্ষা সমাজে আরও বেশি বিস্তৃত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।