প্রকাশ: ২৪ জুলাই ২০২৫, ১৬:২৩
রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে খাগড়াছড়ি প্রেসক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে কুরআন খতম ও দোয়া মাহফিল। বৃহস্পতিবার সকাল ১১টায় খাগড়াছড়ি প্রেসক্লাব মিলনায়তনে এই আয়োজন অনুষ্ঠিত হয়। এতে নিহতদের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ ভট্টাচার্য, সাধারণ সম্পাদক এইচ এম এম প্রফুল্ল, সাংগঠনিক সম্পাদক দিদারুল আলমসহ প্রেসক্লাবের সদস্য এবং স্থানীয় সাংবাদিকরা। এছাড়াও বিভিন্ন শ্রেণিপেশার গণ্যমান্য ব্যক্তিরাও আয়োজনে অংশগ্রহণ করেন।
দোয়া মাহফিলে বক্তারা বলেন, রাজধানীর এই দুর্ঘটনা জাতিকে শোকাহত করেছে। এটি কেবল একটি দুর্ঘটনা নয়, বরং একটি জাতীয় ট্র্যাজেডি। এই ধরনের দুর্ঘটনা যেন ভবিষ্যতে আর না ঘটে, সে দিকেও নজর দেওয়া জরুরি বলে মত দেন বক্তারা।
আয়োজনে পবিত্র কুরআন খতম শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো. রায়হান উদ্দিন। তিনি নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন এবং দেশ ও জাতির শান্তি, অগ্রগতি ও কল্যাণের জন্য প্রার্থনা করেন।
বক্তারা আরও বলেন, সংবাদপত্রের কর্মীরা সব সময় মানুষের দুঃখ-দুর্দশার পাশে থাকে। সেই ধারাবাহিকতায় এই ধরনের একটি মানবিক উদ্যোগ গ্রহণ করেছে খাগড়াছড়ি প্রেসক্লাব, যা সত্যিই প্রশংসনীয়।
এই আয়োজনের মধ্য দিয়ে খাগড়াছড়ির মানুষও দুর্ঘটনার শোকস্মৃতি ভাগ করে নিয়েছে। একইসঙ্গে তারা প্রার্থনা করেছেন, যেন এই মর্মান্তিক দুর্ঘটনার পুনরাবৃত্তি না ঘটে এবং নিহতদের পরিবারগুলো শোক সইবার শক্তি পায়।
অনুষ্ঠানটি শেষ হয় মোনাজাতের মধ্য দিয়ে। এরপর উপস্থিত সবাই নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন। প্রেসক্লাব ভবনের সামনে কালো ব্যানার টাঙিয়ে শ্রদ্ধা জানানো হয় দুর্ঘটনায় প্রাণ হারানো সব শিক্ষার্থী ও ক্রু সদস্যদের প্রতি।
এই আয়োজন প্রমাণ করে, দেশের এক প্রান্তে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনার বেদনা কেবল স্থানীয় নয়, তা গোটা জাতিকে ছুঁয়ে যায়। খাগড়াছড়ি প্রেসক্লাবের এ উদ্যোগ দেশজুড়ে মানবিকতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।