প্রকাশ: ২৪ জুলাই ২০২৫, ১২:৫
দুবাই থেকে আগত বিমান বাংলাদেশের ফ্লাইট বিজি-১৪৮ যান্ত্রিক ত্রুটির কারণে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করার পর আবারও চট্টগ্রামে ফিরে আসতে বাধ্য হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টা ৩৭ মিনিটে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিমানে যান্ত্রিক সমস্যা ধরা পড়ে। ফলে পাইলট দ্রুত সিদ্ধান্ত নিয়ে ফ্লাইটটি শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের জন্য ফিরে যান।
জানা যায়, ফ্লাইটটি দুবাই থেকে সকাল সোয়া ৭টায় চট্টগ্রামে পৌঁছায়। এরপর সেটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় ২৮৭ জন যাত্রী নিয়ে। তবে উড্ডয়নের কিছুক্ষণ পরই পাইলট টেকনিক্যাল সমস্যা অনুভব করেন। সঙ্গে সঙ্গে বিমানবন্দর কর্তৃপক্ষকে জানিয়ে চট্টগ্রাম ফিরে আসার সিদ্ধান্ত নেওয়া হয়।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ফ্লাইটটি নিরাপদে চট্টগ্রামে অবতরণ করেছে এবং যাত্রীরা সবাই সুস্থ ও নিরাপদ রয়েছেন। বর্তমানে বিমানটি বিমানবন্দরের বে নম্বর-৮ এ রাখা হয়েছে এবং কারিগরি দল এর ত্রুটি খতিয়ে দেখছে।
এ ঘটনায় যাত্রীরা প্রথমে কিছুটা উদ্বিগ্ন হয়ে পড়লেও সফল অবতরণের পর স্বস্তি প্রকাশ করেন। অনেকে ফ্লাইট বাতিল বা দীর্ঘ বিলম্বের আশঙ্কায় থাকলেও কর্তৃপক্ষের আশ্বস্তে অপেক্ষা করছেন।
এদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে জানানো হয়েছে, সর্বোচ্চ নিরাপত্তার বিষয়টি মাথায় রেখেই ফ্লাইট পরিচালিত হয়। যান্ত্রিক কোনো ত্রুটি দেখা দিলে ফ্লাইট বাতিল বা ফিরে আসা একটি স্বাভাবিক ও নিরাপদ প্রক্রিয়া।
বিমানটি কেন ত্রুটিগ্রস্ত হলো, তা তদন্ত করে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যন্ত্রাংশের তাপমাত্রা সংক্রান্ত একটি সমস্যা হতে পারে।
ঘটনার পরপরই বিমানের কারিগরি টিম বিমানটির পূর্ণ নিরীক্ষা শুরু করেছে। ত্রুটি সারিয়ে পুনরায় যাত্রার উপযুক্ত করা না হওয়া পর্যন্ত ফ্লাইটটি স্থগিত রাখা হবে বলে জানা গেছে।
বিমানবন্দর সূত্র জানায়, যাত্রীদের বিকল্প ফ্লাইটের প্রস্তুতিও রাখা হচ্ছে, যেন তাদের দুর্ভোগ কম হয়। বিমান কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করে যাত্রীদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়েছে।