প্রকাশ: ২০ জুলাই ২০২৫, ২১:২৮
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার বরাটের পেইজ নামক একটি সামাজিক সংগঠনের উদ্যোগে চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুইটি প্রাথমিক বিদ্যালয়ের ৬০০ কোমলমতি শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। রবিবার সকাল ১১টার দিকে হাউলি কেউটিল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ছোট ভাকলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় কলম, খাতা, স্কেল, রাবার, কাটার ও
টিফিন বক্সসহ বিভিন্ন শিক্ষা সামগ্রী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলাম যিনি তার বক্তব্যে কোমলমতি শিশুদের ভবিষ্যৎ নির্মাণে এই ধরনের উদ্যোগকে অত্যন্ত প্রশংসনীয় বলে উল্লেখ করেন। বরাটের পেইজের প্রতিষ্ঠাতা বজলুর রহমান বিশ্বাস শামীমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার নাসরিন নাহার, হাউলি
কেউটিল বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোজিনা খাতুন এবং ছোট ভাকলা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশীল কুমার রায়। বিদ্যালয়ের শিক্ষক মণ্ডলী এবং অভিভাবকরাও অনুষ্ঠানে উপস্থিত থেকে শিক্ষার্থীদের উৎসাহিত করেন। অতিথিরা বলেন, শিক্ষার্থীদের পড়ালেখায় আগ্রহ বাড়াতে এমন আয়োজন অত্যন্ত কার্যকর এবং শিক্ষাক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে। বরাটের পেইজ তাদের সামাজিক দায়বদ্ধতা থেকে যে পথ অনুসরণ করছে তা অন্যান্য সংগঠনের জন্যও অনুকরণীয় হয়ে উঠবে বলে মত দেন উপস্থিত শিক্ষক ও অভিভাবকরা।
এ সময় শিক্ষার্থীদের চোখেমুখে আনন্দ ও কৃতজ্ঞতার ছাপ ছিল স্পষ্ট। অনুষ্ঠান শেষে বরাটের পেইজ সংগঠনের সদস্যরা জানান, তারা আগামীতে আরও বড় পরিসরে সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়াতে চান। সমাজের বিত্তবানদের এগিয়ে এসে এ ধরনের মহৎ কাজে অংশগ্রহণ করার আহ্বান জানান তারা। স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এ ধরনের কর্মকাণ্ড ভবিষ্যতে শিক্ষার মান উন্নয়নেও সহায়ক হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।