প্রকাশ: ২০ জুলাই ২০২৫, ১৭:৩৮
ঝালকাঠির রাজাপুর উপজেলার মঠবাড়ী মোহাম্মাদীয়া দাখিল মাদ্রাসায় জরাজীর্ণ ভবনের পলেস্তারা খসে পড়ে অন্তত ৭ শিক্ষার্থী আহত হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০টার দিকে চলমান নবম ও দশম শ্রেণির দ্বিতীয় সাময়িক পরীক্ষার সময় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই শিক্ষক ও সহপাঠীরা আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে নিরাপদ কক্ষে স্থানান্তর করেন।
প্রত্যক্ষদর্শী শিক্ষক মোস্তাফিজুর রহমান জানান, পরীক্ষা চলাকালে হঠাৎ ভবনের ছাদের কয়েকটি স্থানের পলেস্তারা ও বিমের অংশ খসে পড়ে শিক্ষার্থীরা আহত হয়। পরে বিকল্প কক্ষে পরীক্ষার কার্যক্রম চালিয়ে নেওয়া হয়। ঘটনার পরপরই মাদ্রাসায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অভিভাবকেরা ছুটে আসেন সন্তানদের খোঁজ নিতে। শিক্ষার্থীরা ভীত-সন্ত্রস্ত অবস্থায় মাদ্রাসা চত্বর ত্যাগ করে।
মাদ্রাসার ইতিহাস অনুযায়ী, এটি ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত হয় এবং ১৯৯৩-৯৪ অর্থবছরে তিন কক্ষবিশিষ্ট ভবনটি নির্মিত হয়। কিন্তু এত বছরেও কোনো সংস্কার না হওয়ায় ভবনটি আজ মারাত্মক ঝুঁকিপূর্ণ অবস্থায় দাঁড়িয়ে আছে। ছাদের ফাটল, দুর্বল পিলার এবং খসে পড়া প্লাস্টার ভবনটিকে বিপজ্জনক করে তুলেছে।
মাদ্রাসার সুপার মো. আ. মন্নান জানান, বহুবার সংশ্লিষ্ট দপ্তরে জানানো হলেও এখনও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ভবনটি ব্যবহার অনুপযোগী ঘোষণা করে শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ রাখার সুপারিশ করলেও তাতে কোনো সাড়া মেলেনি। আজকের ঘটনায় কোমলমতি শিক্ষার্থীরা আহত হয়েছে, এটি অত্যন্ত দুঃখজনক বলে তিনি মন্তব্য করেন।
স্থানীয় অভিভাবক ও সচেতন মহল দীর্ঘদিন ধরে ভবনটির ঝুঁকিপূর্ণ অবস্থার বিষয়ে অবগত থাকলেও কর্তৃপক্ষের নিরবতায় ক্ষোভ প্রকাশ করেছে। তারা বলছে, ভবনটি সংস্কার না করে পাঠদান চালিয়ে যাওয়া শিশুদের জীবনের সঙ্গে খেলা করার শামিল।
ঘটনার পর রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহুল চন্দ জানান, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।
স্থানীয় জনগণ ও অভিভাবকরা দ্রুত মাদ্রাসা ভবনটি সংস্কার ও নতুন ভবনের জন্য বরাদ্দের জোর দাবি জানিয়েছে, যাতে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।