প্রকাশ: ১৭ জুলাই ২০২৫, ২১:১
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে মৌলভীবাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (১৭ জুলাই) বাদ যোহর মৌলভীবাজার শহরের চৌমুহনা দেওয়ানী মসজিদের সামনে থেকে শুরু হয় বিক্ষোভ মিছিলটি। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কুসুমবাগ পয়েন্টে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
বিক্ষোভ ও সমাবেশের নেতৃত্ব দেন জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলা শাখার নেতৃবৃন্দ। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা আমীর ইঞ্জিনিয়ার মো: শাহেদ আলী এবং সঞ্চালনা করেন জেলা সেক্রেটারী মো: ইয়ামীর আলী।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা সহকারী সেক্রেটারি মাওলানা হারুনুর রশিদ তালুকদার, পৌর জামায়াতের আমীর হাফেজ তাজুল ইসলাম, সদর উপজেলা আমীর মোঃ ফখরুল ইসলাম, ছাত্রশিবির জেলা সভাপতি নিজাম উদ্দিন, শহর সভাপতি তারেক আজিজ এবং পৌর জামায়াত সেক্রেটারী আনোয়ার হোসেন চৌধুরী মোর্শেদ।
বক্তারা বলেন, গোপালগঞ্জে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনরত এনসিপি নেতাদের ওপর ছাত্রলীগের বর্বর হামলা সরকারের মদদপুষ্ট ফ্যাসিবাদী নৈরাজ্যেরই অংশ। তাঁরা বলেন, এই হামলা ছিল পূর্বপরিকল্পিত এবং তা প্রমাণ করে দেশে কোনো গণতন্ত্র বা মতপ্রকাশের স্বাধীনতা নেই।
তারা অভিযোগ করেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সদস্যরা পুলিশ প্রশাসনের উপস্থিতিতে সশস্ত্র হামলা চালিয়েছে, অগ্নিসংযোগ ও ভাঙচুর করেছে এবং সাধারণ জনগণের নিরাপত্তা হুমকির মুখে ফেলেছে।
বক্তারা বলেন, এই হামলার মাধ্যমে ছাত্রলীগ তার সহিংস ও স্বৈরাচারী চরিত্র আরও একবার জাতির সামনে স্পষ্ট করে দিয়েছে।
তারা আরও বলেন, নিরস্ত্র আন্দোলনকারীদের ওপর সন্ত্রাসী হামলা দেশের সংবিধান, মানবাধিকার ও ন্যায়বিচারের পরিপন্থী।
সমাবেশ থেকে বক্তারা এই ঘটনার সাথে জড়িত দোষীদের অবিলম্বে গ্রেপ্তার ও আইনের আওতায় আনার দাবি জানান এবং আগামী দিনে দেশব্যাপী শান্তিপূর্ণ কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন।